রাজশাহীর গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রাম থেকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একজন মাদক কারবারিকে তিন কেজি হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার নারীর নাম মোছা. সিমা বেগম (৩৫)। তিনি চর কানাপাড়া গ্রামের মতিউর রহমানের স্ত্রী।
জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভোরে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া মোড় ও তার কাছাকাছি এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়ার মতিউর রহমানের বসতবাড়ির চারকক্ষ বিশিষ্ট টিনের ছাপড়া ঘরের দক্ষিণপাশের শয়ন কক্ষের ভেতরে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত সিমা বেগমের স্বীকারোক্তি মতে, তার শয়ন কক্ষে থাকা স্টিলের বাক্সের মধ্য থেকে ৩টি বড় স্বচ্ছ পলিথিনের প্যাকেটে ৩ কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মতিউর রহমান (৩৮) ঘটনাস্থল থেকে কৌশলে ঘরের ছাউনির টিন ফাঁকা করে উপর দিয়ে পালিয়ে যায়। হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই