ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে ভালুকায় বিআরইবি’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিভাগীয় শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জানা যায়, ১৪ কোটি মানুষের বিদ্যুৎ বিতরণের জন্য নিম্নমানের ক্রয় ও সরবরাহ, জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহকদের হয়রানি করা পল্লী বিদ্যুৎ খাতে অস্থিরতা, পল্লী বিদ্যুৎ সংস্কার ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিআরইবি’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিভাগীয় বিচার দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সকল কর্মকর্তা-কর্মচারী এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই