ময়মনসিংহের ফুলপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার ইমাদপুর বাজার নামক স্থানে সাত্তার রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরী করায় জনতা তাদেরকে ধাওয়া করে। এরপর তারা ফিরে যায়। পরে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমানের নেতৃত্বে ফুলপুর থানা পুলিশ ও পথচারীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে, তারা হলেন- সামিয়া (৪), মালেকা (৬০), রহিম (১৮), আব্দুর রাজ্জাক (৫৫), তাওয়াফ (আড়াই বছর), রাশিদা (৬০), হামিদুল (২২), সাইফুল ইসলাম (৫২), আব্দুল মান্নান (৪৫), আব্দুল গণি (৪০), মোতালেব (৫০), রাশেদুল আলম (৩০), রাজিব (২৬), হাসান (১১), শফিকুল (২৯), আলী আকবর (৭০), আশরাফুল (৩৫), সামিউল (৩৫), বেলায়েত (৬০), রিনা (৩৫), লিটন (৪০) ও রোকসানা (২০)।
ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।