ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।
এ বছর উপজেলার এই মাদরাসা থেকে আলিম পরীক্ষায় ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে শতভাগ পাস করেছে। শতভাগ পাসের মধ্যে দুজন শিক্ষার্থী এ+, ১৬ জন এ এবং ২১ জন এ- পেয়েছেন।
জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ বলেন, আল্লাহ্পাকের অশেষ রহমতে বসুন্ধরা গ্রুপ এবং এলাকাবাসীর সহযোগিতা ও আমাদের শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রমে ছাত্র-ছাত্রীদের এই ফলাফল করা সম্ভব হয়েছে। আমরা আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি।
ইসলামী জ্ঞান বিশ্বময় ছড়িয়ে দিতে বসুন্ধরা গ্রুপ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিষ্ঠা করে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা। প্রতিষ্ঠালগ্ন থেকে ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। প্রতি বছরের ন্যায় এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা।