ময়মনসিংহের ফুলপুরে আতিকুল হোসেন বাবু (২৩) ও রাজিব (২২) নামে দুই ট্রলি চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফুলপুর থানার এসআই মোফাখখিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আসামি আতিকুল উপজেলার পূর্ব ফতেপুর এলাকার আব্দুল জলিলের পুত্র ও রাজিব একই এলাকার ইউনুস আলীর পুত্র।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের নামে মামলা হয়েছে। এরপর তাদেরকে আজ শুক্রবার ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ