চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ইলিশ নিধনকালে ৬ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ড। শুক্রবার বিকেলে উপজেলার মেঘনায় দিনব্যাপী অভিযানকালীন শরিয়তপুর ও ইব্রাহীমপুর এলাকার ইলিশ নিধনকালে জেলেদের আটক করা হয়। এসময় ১ লাখ ৩৫ হাজার মিটার জাল ও ৪৫ কেজি ছোট ইলিশ জব্দ করা হয়।
ভ্রম্যমাণ আদালতে আটককৃত জেলেদের মধ্যে ৫ জনকে ১৫ দিন এবং একজনকে ৫ দিনের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা। এসময় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা ও ছোট ইলিশগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
আটককৃত জেলেরা হলেন ইব্রাহীমপুর আলুর বাজার এলাকার আলামিন রাড়ী (৩৪), একই এলাকার আল আামিন ছৈয়াল (২৭), মো: আবু (২৫), শরীয়তপুর এলাকার হৃদয় (২২) এবং পারভেজ (২১)।
বিডি প্রতিদিন/হিমেল