নেত্রকোনায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী পৃথকভাবে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মোটরসাইকেল ও ৯৯ বস্তা চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। এরা হলেন, কলমাকান্দা উপজেলার রাখা জোড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. ইমরান ও লেঙ্গুরা বাজারের জহলাল হাজমের ছেলে বিমল হাজং।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার।
সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার রাতব্যাপী অভিযান চালায়। একটি দল জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে আনা ইয়ামাহা জ ১৫ মোটরসাইকেলসহ দুই জন চোরাকারবারিকে আটক করে।
আটক ব্যক্তিরা বাইকটি বর্ডার এলাকা থেকে অবৈধভাবে নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তিও দিয়েছে বলে জানান তিনি।
শনিবার মোটরসাইকেল ও আটকদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে একইরাতে জেলার দূর্গাপুর উপজেলাধীন কৃষ্ণেরচর ও পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে অভিযান চালিয় ভারত থেকে অবৈধভাবে আনা ৯৯ বস্তা চিনি জব্দ করা হয়।
তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ চিনি দুর্গাপুর ও পূর্বধলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল