বান্দরবানে বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দিতে দিনব্যাপী এক বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বান্দরবান জেলার বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে।
এ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, বান্দরবান জেলা জামায়াতের আমীর আব্দুচ সালাম আজাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মো. আজিজুল হক বক্তব্য দেন।
বান্দরবান জেলা জামায়াতের আমীর আব্দুচ সালাম আজাদ জানান, টাকার অভাবে যারা ঢাকা, চট্টগ্রামে গিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারছেন না। তাদের সুবিধার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণদের নিয়ে বিনামূল্যে এ বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ৩ শতাধিক ব্যক্তিকে এই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল