জয়পুরহাটের পাঁচবিবিতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শচীনচন্দ্র (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শচীনচন্দ্র পাঁচবিবি মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন শচীনচন্দ্র। ট্রেন চলে গেলে তার গলা কাটা মাথা ও দেহ আলাদা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই