জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শচীনচন্দ্র (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যে রাতে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শচীনচন্দ্র পাঁচবিবি মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন শচীনচন্দ্র। ট্রেন চলে গেলে তার গলা কাটা অবস্থায় মাথা ও দেহ আলাদা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম