রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে সায়েন্স এন্ড রোবটিক্স অলিম্পিয়াড। শনিবার দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে চট্টগ্রাম রিসার্চ ল্যাব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে এ আয়োজন করে।
রাঙামাটি শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙামাটি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, জাতীয় বিজ্ঞান ও যাদুঘরের সহকারী কিউরেটর এসএম আবু হান্নান, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের শিক্ষক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী রোবটিক্স বিষয়ক কুইজ ও রোবটিক্স প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীরা। প্রতিযোগিতায় সবার নজর কাড়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত বন্যায় ও মানবিক বিপর্যয়ের ঘটনায় কিভাবে রোবটিক্স ও রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে মানুষকে উদ্ধার করা যায়। ৩টি প্রতিযোগীতায় ২টি ক্যাটাগরীতে মোট বিজয়ী ২২ জন শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/হিমেল