গাইবান্ধার পলাশবাড়িতে ফেনসিডিলসহ মো. আলম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতার আলম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাফ্রিখাল এলাকার মৃত নেছার আলীর ছেলে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে পলাশবাড়ীর বাঁশকাটা এলাকা থেকে ওইসব ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাঁশকাটা এলাকায় শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে ২০০ বোতল ফেনসিডিল জব্দসহ কারবারি আলমকে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম