চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এই অর্জন সুসংহত হবে যদি তা ধরে রাখতে পারি। আজকে সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। এটি রুখে দিতে হবে। যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটিকে যেন কাজে লাগাতে পারি।
শনিবার বোয়ালখালী পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে গণমুখী নির্বাচনের জন্য কাজ করবে।
সংগঠনের বোয়ালখালী জোনের সমন্বয়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যক্ষ এসএম ফরিদ উদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলম, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, অধ্যাপক মাওলানা ইলিয়াছ সিকদার, রেল শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু আকতার প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল