বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার দাবিতে নরসিংদীর বেলাবোতে সমাবেশ করেছে আমলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আজ শনিবার বিকেলে আমলাব বাজারে এই সমাবেশের আয়োজন করা হয়।
বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং এসএম শৈবালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কিমিটির সাবেক যুগ্ম সম্পাদক আহসান হাবীব প্রান্ত, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল খালেক, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, বেলাব উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল