কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোর করে কখনো ক্ষমতায় আসেনি। ২০২৪ সালে আওয়ামী লীগ ডামি নির্বাচন করে জনগণের সাথে বিচ্ছিন্ন হয়েছিল। ২৪-এ ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
শনিবার বিকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নাফের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, অ্যাভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মমিনুল হক, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, জেলা যুবদল নেতা মো. মনির হোসেন, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব এডভোকেট ইমাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, মো. ইয়াহিয়া খান।
বিডিপ্রতিদিন/কবিরুল