দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দিনাজপুর সদরের শিকদারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মেজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
প্রধান অতিথি বলেন, বিগত ১৫ বছর জামায়াতে ইসলামী প্রকাশ্যে কাজ করতে পারেনি। এখন সুযোগ এসেছে তাই জামায়াতের প্রতিটি কর্মীকে বেশী বেশী কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালি করতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে। আর জন্য জামায়াতের প্রতিটি কর্মীকে সক্রিয় হতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রংপুর অঞ্চলের টিম সদস্য ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফতাব উদ্দীন মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ্যাড. মোঃ আবুল আলা মাহবুবুর রহমান ভূট্টো, দিনাজপুর উত্তর জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য এ্যাড. মোঃ মাইনুল আলম, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল্লাহ্ সরকার, দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের পরিচালক অধ্যাপক আসম ইব্রাহিম, দিনাজপুরের বিশিষ্ট সনোলজিস্ট ও স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডাঃ আফসার আল্ মাহমুদ, দিনাজপুর বিএসএসবি চক্ষু হাসপাতালের সাবেক চিকিৎসক ও সার্জন ডাঃ মোঃ আনছার আলী, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট (অবঃ) ডাঃ রইছউদ্দীন আহম্মেদ,সদর উপজেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওঃ মোঃ হাবিবুল্লাহ্ বেলালী ও আউলিয়াপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম