বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের (বিএমটিএ) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন সেমিনার কক্ষে এক মতবিনিময় সভায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে মো. হাসান মাহমুদকে সভাপতি ও মোঃ মাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মো. রাজীবকে সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন হাসানকে অর্থ সম্পাদক ও প্রমিত বনিককে দপ্তর সম্পাদক করা হয়েছে।
এছাড়াও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনায়েম সাদ, তৈয়ব আলী শরিফ ও মো. সাইফুল ইসলামকে কমিটির উপদেষ্টা পদে রাখা হয়েছে।
হাসপাতাল সুত্র জানিয়েছে, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ, হাসপাতাল ও ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট জুরি বোর্ড কমিটি ঘোষনা করেন।
তিন সদস্য বিশিষ্ট জুরি বোর্ডে ছিলেন- ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনায়েম সাদ, ন্যাব বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মো. আলি আজগর ও এম ট্যাব’ র বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি মো. ইউসুব বাবুল।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ড্যাবের বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামান, ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. রেজওয়ানুল আলম, ড্যাবের জেলার সাধারণ সম্পাদক ডা. আবদুল মুনায়েম সাদ, শেবাচিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফয়সাল আহমেদ, ন্যাব বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মো. আলি আজগর ও এম ট্যাব’র বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইউসুব বাবুল। সভায় সভাপতিত্ব করেন এমটি তৈয়ব আলী শরীফ।
বিডি প্রতিদিন/এএম