শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দীর্ঘ ইতিহাস

ফারুক নওয়াজ

জন্ম নিয়েই দেখছ যারা একটি স্বাধীন দেশ-

লালসবুজের জয়পতাকা মুক্ত পরিবেশ

উদার আকাশ দামাল বাতাস

নীল সাগরের ঢেউ;

বন্দি-জীবন কেমন জীবন বুঝবে বলো কেউ?

তোমরা খোকা জন্মস্বাধীন, মুক্ত খুকু তুমি,

কণ্ঠে সবার মাতৃভাষা, পায়ের নিচে ভূমি।

ইচ্ছে হলে ছুটতে পারো, গাইতে পারো গান;

সব তোমাদের পূর্বপুরুষ লাখ শহীদের দান।

দুইশো বছর দেশটা ছিল রুদ্ধ কারাগার

মুক্তি আসে সাঁতরে মহা রক্ত-পারাবার

সেই কাহিনী অনেক বড়ো-দীর্ঘ ইতিহাস;

'মুক্ত হবোই'- সবার ছিল বুক ভরা বিশ্বাস।

তোমরা তো আজ জন্ম নিয়েই স্বাধীন নাগরিক;

অধীনতার কষ্ট কেমন বুঝবে নাতো ঠিক।

সর্বশেষ খবর