শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

হেমন্তের নেমন্তন

পৃথ্বীশ চক্রবর্ত্তী

এই শহরের এখান-সেখান

কোথাও তো নেই হেমন্ত!

ইচ্ছে ছিল গাঁয়ে যাবার

কে দেবে আজ নেমন্ত?

দাদুর সাথে কিশোর বেলা

গিয়েছিলাম সেই কবে

পল্লী গাঁয়ের কৃষক পাড়ার

নবান্নের এক উৎসবে।

নতুন চালের পিঠা-পায়েস

মজায় মজায় খাচ্ছিলাম

ইট-পাথরের শহর ছেড়ে

মুক্তি যেন পাচ্ছিলাম।

ঋতুচক্রের নিয়ম মেনে

আবার এল হেমন্ত

দাদু তো নেই কে দেবে আজ

গ্রামে যাবার নেমন্ত?

সর্বশেষ খবর