শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ইচ্ছে ডানা

আবেদীন জনী

ইচ্ছে ডানায় উড়ছি আমি

দিগদিগন্তে দিবস যামী

ছুটছি রঙের পিছু,

নীল সমুদ্দুর পাহাড়-গিরি

চাঁদের বুকে স্বপ্ন-সিঁড়ি

দেখছি অনেক কিছু।

এক নিমিষে হাওয়ায় ভেসে

ফুলপরীদের আজব দেশে

উড়ছি মনের সুখে,

স্বাধীন আমার ইচ্ছে ডানা

উড়তে কভু নেইকো মানা

কে আমাকে রুখে?

যখন-তখন শুধুই উড়ি

যাই হয়ে যাই রঙিন ঘুড়ি

শখটা আমার উড়া,

ঘাস ফড়িংয়ের মাঠ পেরিয়ে

হাজার নদীর ঘাট পেরিয়ে

হিমালয়ের চূড়া।

সর্বশেষ খবর