শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সেরা রাজধানী

আলম তালুকদার

খাঁচায় বন্দী বাঘ

দেখায় এমন রাগ

এক থাবাতে মারবে যেন

দশটা জ্যান্ত ছাগ।

এক দিন দুই দিন তিন দিন পর

হালুম হুলুম বাদে করে শুধুই

                    গররগর।

জীবন বাঁচায় বন্দী খাঁচায়

যেমন ইচ্ছা তেমন নাচায়

স্বভাবগুণে হয়তো চেঁচায়

মুক্ত জীবন কিসের নেশায়

খাঁচা বন্দী ব্যাঘ্র মশায়।

আর কিছুদিন বাদে

ব্যাঘ্র মামা খাদে

কুকুর বিড়াল কাঁদে

মাংস যখন পায় না

অতীত তখন আয়না।

দিন দশেকের পর

ঘাস বিচালি খড়

খেয়ে বাঁচে বাঘ

হলো ম্যাদা ছাগ।

বাঘ হয় নাগরিক খায় খরপানি

খাঁচাটাই হয়ে যায় সেরা রাজধানী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর