শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

যা ভাবি নাই আগে

আলম তালুকদার

যা ভাবি নাই আগে

একটি ছড়া লিখব বলে

কাগজ কলম হাতে

নিয়ে ভাবতে থাকি

সকাল এবং রাতে।

 

প্রথম একটি শব্দ ধরে

আনতে থাকি বাগে

কঠিন শব্দ, তাইতো তিনি

অর্থ দেয় না রাগে।

 

আবার ধরে আদর করি

যদি মায়া জাগে

পিছলা শব্দ তাইতো তিনি

হঠাত্ করেই ভাগে।

 

একটি ছড়া লেখার জন্য

কত কিযে লাগে

লিখতে গিয়ে বুঝতে পারি

যা ভাবি নাই আগে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর