শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বহ্নিশিখার রঙের দানি

বিমল গুহ

সাতসকালে বহ্নিশিখা                                   

সাজায় ঘরের দোর

চায় পেতে সে ছোট্ট আকাশ 

লাল টুকটুক ভোর।

 

ছোট্ট ইজেল রঙের দানি

সাজালো দিনভর,

ভরিয়ে তোলে ছবির খাতা

ভরিয়ে তোলে ঘর।

 

আঁকতে বসে ভোরের আকাশ

আগুনরঙা মেঘ

হঠাত্ দেখে বিজলিচমক

দমকা হাওয়ার বেগ!

 

বহ্নিশিখা আর থামে না

আঁকে সাগরজল,

পড়ার ঘরে জল থৈ থৈ

বাড়ায় কৌতূহল!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর