শুক্রবার, ২২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

হাঁটাহাঁটি

মালেক মাহমুদ

এই মাঠে আবু হাঁটে

আলো পেয়ে বাবু হাঁটে

হাঁটে-মা খালাও

হাঁটাহাঁটি করা ভালো

কড়কড়ে কড়া আলো

পায় গাছপালাও।

 

আগোয়ান আদু ভাই

পালোয়ান দাদু ভাই

কারো হাতে লাঠি নাই

ওরা হাঁটে আমি হাঁটি

গায়ে মাখি ধুলো মাটি

মাঠ পরিপাটি ভাই।

 

মাঠজুড়ে ঘাস আছে

শিশিরের চাষ আছে

প্রাণ খুলে হাসি দেই

এই মাঠে চাষি নেই।

 

এই মাঠে নামি আমি

হাঁটাহাঁটি করে থামি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর