শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চাঁদনি রাতের গল্প

মালেক মাহমুদ

চাঁদনি রাতের গল্প

চাঁদের পাশে তারাগুলো পড়ছে খসে খসে

ওদের নিয়ে একটি ছড়া লিখব বসে বসে।

ভাবনাখানা মাথার ভেতর যেই পড়ছে ধরা

চাঁদটি তখন একা একা করছে নড়াচড়া।

 

আমি কখন অন্য মনে অন্য কিছু ভাবি

অন্ধকার এক ঘরের মাঝে খুঁজছি তালাচাবি।

তালা খুলে দেখতে পেলাম তারাগুলোর মেলা

গল্প করে দেই কাটিয়ে জোনাক রাতের বেলা।

 

জালনা দিয়ে সুর্যিকিরণ যেই দিয়েছে উঁকি

কিচিরমিচির ডাকছে পাখি ডাকছে আমায় খুকি।

খুকির ডাকে চোখ মেলেছি খুকির দিকে চাই

চাঁদও নাই তারাও নাই আমার ছড়াও নাই।

 

এমনি করে আমার ছড়া যায় যে হারিয়ে

চাঁদের কান্না দেখতে থাকি আমি দাঁড়িয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর