শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বই পরিচিতি

বই পরিচিতি

বাংলাদেশের খ্যাতিমান ছড়াকার আমিনুল ইসলাম বাবু। একজন পেশাজীবী ব্যাংকার হয়েও দুই দশকের অধিক তিনি ছড়া লিখছেন। ছড়া রচনা তার শখ কিংবা সৌখিনতা নয় বরং ছড়াশিল্পের নতুন আঙ্গিক নির্মাণই তার নেশা। এবং তিনি সফল। প্রতিষ্ঠিত এই ছড়াকার একেবারেই নিভৃতচারী মানুষ। পেশা জীবনের ব্যস্ততার মাঝেও ছড়া রচনা কিংবা সাহিত্যচর্চা তাকে একটুও অবদমনিত করতে পারেনি। সুতরাং ছড়া রচনায় নিজেকে নিয়মিত রেখেছেন এবং কখনও লিখেছেন কিছু সৃজনশীল নিবন্ধ। তিনি প্রখ্যাত সাহিত্যিক আবুল খায়ের মুসলে্হ উদ্দিনের ভাগ্নে। ছড়াশিল্পে নিজের প্রতিষ্ঠার মাধ্যমে তার মামার নাম তিনি আরও উজ্জ্বল করেছেন। ইতোমধ্যে তার একাধিক ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে। যে গুলো পাঠকের কাছে আদরনীয় হয়েছে। সুধী মহলের কাছে তার ছড়াগ্রন্থ প্রশংসিত হয়েছে। সে ধারাবাহিকতায় এ বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ছড়াকার আমিনুল ইসলাম বাবু প্রণীত ছড়াগ্রন্থ ‘আমার বাংলাদেশ’। বর্তমান গ্রন্থে মোট ৩২টি ছড়া ছাপা হয়েছে। এখানে মূলত বাংলা ভাষা, ভাষা আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধর পাশাপাশি নিজের শৈশব-কৈশোরের নিপুন বর্ণনা তিনি তুলে ধরেছেন। তার শৈশব-কৈশোর মানে বাংলাদেশের শিশুদের ছেলেবেলার কথা বলা হয়েছে। অন্যদিকে স্থান পেয়েছে বাংলাদেশের প্রকৃতির বর্ণনা। যা শিশু-কিশোরদের জন্য আকর্ষণীয়।

ম্যাগাজিন সাইজের ৩২ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে গ্রন্থকানন। গ্রন্থটি পাঠকদের আদরনীয় হবে এ আমাদের বিশ্বাস।

 

সূত্র: আমার বাংলাদেশ, আমিনুল ইসলাম বাবু মূল্য : ১০০টাকা গ্রন্থকানন, ২৬ বাংলাবাজার, ঢাকা 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর