শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আমার সোনার গাঁয়ে

আবদুস সালাম

আমার দাদার ভূঁইটা ঘেরা

কঞ্চি বাঁশের বেড়া

ভূঁইয়ের পাশে চরতে দেখি

গরু ছাগল ভেড়া।

 

মাথাল মাথায় কৃষকেরা

করেন মাঠে চাষ

আপন মনে গরুগুলো

খায় যে মাঠে ঘাস।

 

ক্ষেতের পোকা খায় যে ধরে

মাঠের কালো ফিঙে

মাঝে মাঝে বসে থাকে

গরুর পিঠে শিঙে।

 

পথিকেরা প্রাণটা জুড়ায়

বসে বটের ছায়ে

এসব কিছু যায় রে দেখা

আমার সোনার গাঁয়ে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর