শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বিড়াল ও শেয়ালের গল্প

লুৎফুর রহমান

বিড়াল বলে শেয়াল

মুরগি খেতে আসবে না তুই মালিক দিছে দেয়াল।

—জানো আমি চালাক

চাইনা আমি ভাগ্না সবাই আমার ডরে পালাক।

সন্ধ্যেবেলা আসতে পারি তোমার বাড়ির পাশে

দিনের বেলায় মুখটা থাকে তেপান্তরের লাশে

তাই বলে কী আমার কাছে বর্গী ছাগল দেবে?

মানুষ পেলে আমায় কাছে চামড়া তুলে নেবে।

আর—বন্ধ হবে হুক্কা হুয়া বোলটা চমত্কার।

 

বিড়াল ডাকে মেঁয়াও—

শেয়াল মামা পারলে কিছু মাছ আমায় দেয়াও

সেদিন মালিক মারছে ভীষণ মুখ দিয়েছি মাছে

সেই জুলুমের চিহ্ন এখন গায়ের মাঝেই আছে

বাঁধলো তারা জোট

ভাগাভাগি করলো দুজন মনের যতো চোট

করলো শপথ আজকে থেকে করবে না আর লুট

এমন কী সব মানে?

বিড়াল শেয়াল কেমন থাকে সকল জনাই জানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর