শুক্রবার, ২০ মে, ২০১৬ ০০:০০ টা

টুম্পা মনি

রবিউল কমল

একটি পাখি দুইটি পাখি

তিনটি পাখি ডাকে

টুম্পা ভাবে এই পাখিরা

রাতে কোথায় থাকে।

 

একটি পাখি দুইটি পাখি

তিনটি পাখি ডালে

একটি পাখি উড়াল দিয়ে

বসলো পাখির পালে।

 

তিনটি থেকে একটি গেলে

কয়টি পাখি থাকে

টুম্পা মনি আঙুল গুনে

প্রশ্ন করে মাকে। 

 

‘তিনটি থেকে দুইটি গেলে

একটি পাখি থাকে-’

একটি পাখি দুইটি পাখি

গাছের ডালে ডাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর