শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা

খোকার বায়না

সোহেল বীর

চাঁদ কেন দূরে থাকে

কাছে তারে পায় না—

এনে দাও চাঁদটারে

খোকা ধরে বায়না।

 

মিষ্টি ও দুধ-কলা

কোনকিছু খায় না,

বই নিয়ে ইশকুলে

পড়তে সে যায় না।

 

পরীদের গল্পও

শুনতে সে চায় না

চাঁদটারে এনে দাও -

একটাই বায়না!

 

কথা দিল মা তার

সামনের জোছনায়,

চাঁদমামা এনে দেবে

যেখানেই খোঁজ পায়।

 

এইবার খোকা হাসে

মা’র গালে চুমু খায়

বই নিয়ে খুশি মনে

ইশকুলে হেঁটে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর