হাবু মিয়া হাঁটে গিয়ে
আম পেয়ে সস্তায়
তড়িঘড়ি খাঁচাসহ
পাকা আর কাঁচাসহ
সেই আম কিনে আনে
বড় এক বস্তায়
আমে খুব পোকা ছিল
কম দাম ধোকা ছিল
ধোকা খেয়ে হাবু মিয়া
পরে তাই পস্তায়।