Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ১৭ জুন, ২০১৬ ০০:১৯
বাবা
ইকবাল খন্দকার

প্রখর রোদে যখন আমি

ক্লান্ত পুড়ে পুড়ে,

মেঘ হয়ে যাও দিব্যি তুমি

আমার আকাশ জুড়ে।

শীতল ছায়ায় রাখো ঘিরে

দাও ছড়িয়ে মায়া,

স্বর্গ সুখের পরশ যেন

তোমার নিবিড় ছায়া।

 

তোমার ছায়া তোমার মায়া

তোমার ভালোবাসা,

বুকের ভেতর দেয় জাগিয়ে

লক্ষ নতুন আশা।

 

একলা পথে শঙ্কিত মন

তোমার অভয় খোঁজে,

পরম প্রিয় বন্ধু বলে

তোমায় শুধু বোঝে।
up-arrow