Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:৪৩
সকল বাবার জন্য
তপন বাগচী

বাবা আমার বাবা

হারিয়েছো সে ধন যারা

আর কি খুঁজে পাবা

সকাল বিকাল তার স্মৃতিটাই

আপন করে ভাবা।

 

এমন  কি কেউ আছে

বেঁচে থেকেও বাপকে যারা

পায়না বুকের কাছে।

দিবানিশি পুড়ছে তারা

দুঃখ-পোড়া আঁচে!

 

যার বাবা নেই এই দুনিয়ায়

তার আছে সান্ত্বনা

তার বুকে কি কষ্ট  লেখা

কেউ বুঝি জানতো না!

থেকেও যে বাপ ‘নাই’-এর মতো

তেমন বাবা যার

তার বেদনার ভাগ নিতে চাই

সান্ত্বনা নেই আর।

 

থাকা এবং ‘না-থাকা’ আর

থেকেও যিনি নাই

সকল বাবার জন্য  যে আজ

শুভেচ্ছা জানাই।

এই পাতার আরো খবর
up-arrow