Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০১৮

প্রকাশ : শুক্রবার, ২৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৪ জুন, ২০১৬ ০১:৪৪
আষাঢ় এলো
হামিদ মোহাম্মদ জসিম

আষাঢ় এলো কদম বনে

ফুটছে শত ফুল,

বৃষ্টিবরণ করতে যেন

হয় না কভু ভুল।

 

বাদল দিনের কদম ফুলে

আষাঢ়েরই ঘ্রাণ,

মন ভরে যায় ভালোলাগায়

জুড়িয়ে যায় প্রাণ।

 

আষাঢ় এলো বর্ষা নিয়ে

কদম ফুলের গন্ধে,

মনটা নাচে বৃষ্টি তালে

রিমঝিমাঝিম ছন্দে।

up-arrow