Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ জুলাই, ২০১৬ ০০:১৩
ঈদ এনেছে
শাহজাহান মোহাম্মদ

ঈদ এনেছে খুশির জোয়ার

সাম্য-সুখের গানে

খুললো সবার হাসির দুয়ার

আনন্দ আহ্বানে।

 

নয় ভেদাভেদ উঁচু-নীচু

রাখবো কাঁধে কাঁধ

ঈদগাহেতে নামাজ শেষে

মিলবো যে এক সাথ।

 

আকাশ বাতাস চন্দ্র সূর্য

রোজ প্রভাতে এসে

দেয় ছড়িয়ে শুভ্র আমেজ

মাকে ভালোবেসে।

 

কোরমা পোলাও জর্দা সেমাই

ঘরে ঘরে খাই

মনের কালি মুছে দিয়ে

বন্ধু হয়ে যায়।

এই পাতার আরো খবর
up-arrow