Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ জুলাই, ২০১৬ ০০:১৪
ঈদটা আসুক
জাকির আজাদ

ঈদটা আসুক সবার প্রাণে

হাসি-খুশির ঢল হয়ে,

সব বেদনা কষ্ট জ্বালা

পড়ুক ঢলে তল হয়ে।

মন্দ-খারাপ করতে বিনাশ

শক্তি এবং বল হয়ে,

ধনী-গরীব ছোটো বড়োর

এক সমানের দল হয়ে।

 

ঈদটা আসুক সবার জন্য

একটা দিবস দশ হয়ে,

মুহূর্তগুলো আনন্দ আর

হাস্য কৌতুক রস হয়ে।

সকল ঘরের বিবাদ মুছে

অর্থ খ্যাতি যশ হয়ে

দারিদ্র্য আর অভাবগুলো

থাকুক ঈদের বশ হয়ে
up-arrow