Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ জুলাই, ২০১৬ ০০:১৫
খোকার ঈদ
ইয়াছিন খন্দকার লোভা

খোকার ঘরে ঈদ এসেছে

নতুন জামা পরবে

বাবার সাথে ঈদগাহে যাবে

কোলাকুলি করবে।

 

এদিক ওদিক ঘুরে ঘুরে

সেলামি নিয়ে আসবে

ঘরে বসে মায়ের সাথে

মিষ্টি সেমাই খাবে।

 

টিভি খুলে খোকা বাবু

দেখবে ঈদের কার্টুন

হাসতে হাসতে সোফায় শুয়ে

খোকায় যাবে ভীষণ ঘুম।

এই পাতার আরো খবর
up-arrow