শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বৃষ্টির গানে গানে

আখতারুল ইসলাম

আকাশের নীল ছুঁয়ে সাদা মেঘ ওড়ে

তার সাথে লাল কালো রাঙা পথে ঘুরে।

পাহাড় ও নদী যেন ঢেউ তোলে ডাকে

দূর হতে সূর্যটা আল্পনা আঁকে।

 

ফিরে এলো মেঘ পাখি হাওয়ায় ভেসে

চোখ বুঝে পৃথিবীটা ওঠে হেসে হেসে।

মাটি খোঁজে বসে বসে, বৃষ্টির দিন

প্রকৃতির ঘরে ঘরে বেজে ওঠে বীণ।

 

বাতাসের ধমকায় বৃষ্টি ও ঝড়

জেগে ওঠে ঘাসগুলো সবুজের চর।

রিমঝিম সারাদিন তবলায় সুর

বৃষ্টির গানে গানে যাই বহু দূর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর