শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জলের বানে

সাঈদ সাহেদুল ইসলাম

বরষা কালে সুরের তালে

ঘরের চালে বৃষ্টি পড়ে,

সন্ধ্যা দুপুর ভরছে পুকুর

শব্দ নূপুর মিষ্টি স্বরে।

 

বরষা রানি দিচ্ছে পানি

একটুখানি নেইত দমে,

মেঘের ভেলা করে খেলা

বৃষ্টিধারা কই সে কমে?

 

বৃষ্টি কী যে তবুও ভিজে

কিষাণ নিজে ব্যস্ত কাজে,

সোনার পাটে ভরা মাঠে

ফসল কাটে স্বপ্ন ভাঁজে।

 

হলুদ ফুলে কদম—কূলে

বাতাস দুলে খুশবু আনে,

গাছের শাখে পক্ষী ডাকে

ভিজে কাকে জলে-বানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর