Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৪ জুলাই, ২০১৬ ২৩:৩৭
সবুজ গাঁয়ে
আবদুস সালাম

আসশেওড়ার গাছে ঘেরা

পুকুরগুলোর পাড়

তারই পাশে যায় রে দেখা

বাঁশের বড় ঝাড়।

 

বাঁশের ঝাড়ে সারি সারি

বক পাখিদের বাসা

শক্ত বুনন বাসাগুলো

দেখতে দারুণ খাসা।

 

পোকা-মাকড় খোঁজে ডাহুক

আসশেওড়ার মাঝে

পানকৌড়ির দেখা মেলে

সকাল, দুপুর, সাঁঝে।

 

ঝোপ-ঝাড়েতে প্রজাপতি

ফড়িং করে খেলা

সবুজ গাঁয়ে এসব দেখে

যায় রে আমার বেলা।

এই পাতার আরো খবর
up-arrow