Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৪ জুলাই, ২০১৬ ২৩:৩৮
খুকুর ভালোবাসা
নাজিয়া ফেরদৌস

ভালোবাসে খেতে খুকু

তাজা ভাজা মাছ,

ভালোবাসে লাগাতে সে

ছোট ছোট গাছ।

 

লাল-নীল প্রজাপ্রতি

বেশি ভালোবাসে,

শত রং ফুল দেখে

মুখ ভরে হাসে।

 

ভালোবাসে পাখিদের

কুহু কলতান,

নদীদের কাছে শোনা

রকমারি গান।

 

রূপকথা গল্প সে

ভালোবাসে বেশ!

তার চেয়েও ভালোবাসে

সবুজ এই দেশ।

এই পাতার আরো খবর
up-arrow