শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বর্ষা এলে

শাহিন আলম

বর্ষা এলে সবুজ পাতা গান করে

চাতক সে জল পান করে

বর্ষা এলেই চারণভূমি

পিঠখানা টানটান করে।

 

বর্ষা এলে নদীর বুকে জল বাড়ে

গাছের ডালে ফল বাড়ে

নৌকা দিয়ে পারাপারে

মানুষজনের ঢল বাড়ে।

 

বর্ষা এলে হরেক রকম ফুল ফোটে

নদীর নতুন কূল ওঠে

বর্ষা এলে মনের মাঝে

খুশির হুলুস্থূল ওঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর