শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কদম বনে

জুলফিকার আলী

বর্ষা মানে ফুলে ভরা

আশেপাশের জাংলা,

দেখতে হলে চলে আসুন

আমার সোনার বাংলা।

 

কদম বনে খুশির ঢেউ

টিপটিপটিপ বৃষ্টি,

কদম শোভা কাড়ে

দুই নয়নের দৃষ্টি।

 

কদম বনে ফুল বনের

সৌন্দর্য পেয়ে,

খোকা-খুকু নেচে বেড়ায়

বর্ষার গান গেয়ে।

 

হেঁটে গেলো খোকা

আমিনুর রহমান নিরব

 

অট্ট হাসি, ছোট্ট গাল

টোল খাওয়া, মুখটা লাল,

নরম ঠোঁট, ফোঁকলা দাঁত

নামে যেন চাঁদের রাত।

 

কোঁকড়া কালো, ঝাঁকড়া চুল

মাথায়

গোঁজা, গুচ্ছ ফুল,

আধো আধো কণ্ঠে বোল

মিষ্টি ভাষায় সুরের তোল।

 

সে তো খোকা, সে তো

ভালবাসি এতো

ভালবাসার মাপটা যদি

সহজ মাপা যেতো!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর