Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ জুলাই, ২০১৬ ২৩:৪৯
মেঘ গুড়গুড়
সোহেল রানা

মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়

করছে সকাল দুপুর

মেঘ গুড়গুড় শব্দ শুনে

পরছে খুকি নূপুর।

 

মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়

ভরছে আকাশ মেঘে

খোকা খুকি নাচবে সাথে

ছুটবে ঘোড়ার বেগে।

 

মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়

মেঘের দেশে যাবি

ঘোড়ায় চড়ে খোকন যাবে

পাল্কি খুকির দাবি।

 

মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড়

করছে অবিরত

খোকন সোনা নাচবে আজি

ছোট্ট খুকির মতো।

এই পাতার আরো খবর
up-arrow