শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আমার ছোট্ট বাগান

আয়শা সিদ্দিকা বিনতে খৈয়াম

আমার ছোট্ট বাগান

জান ইকরির মতো আমিও ফুল ভালোবাসি। তাই একটি ফুল ও সবজির বাগান আছে। চল বন্ধুরা, আজ আমি তোমাদের সেই বাগানের কথা বলব। শোন, আমরা যেই বাসায় থাকি সেই বাসার ছাদে ও বারান্দায় আমার ফুল ও সবজির গাছ আছে। ফুল, আমি যা বলেছি যে, আমি ফুল খুবই ভালোবাসি। আমার বাগানে আছে গোলাপ, জবা, হাসনাহেনা, গাঁদা, দোলোনচাঁপা, বেলি, কামিনি আরও অনেক। সবজি পালোয়ান হালুমের মতো আমিও সবজি খুবই পছন্দ করি, তবে সবজির গাছ আমার কাছে তেমন নেই। কিন্তু শাকের গাছ আছে। যেমন পুঁইপাতা ও পুঁদিনা পাতা। কিন্তু আমার পুঁদিনা পাতা গাছটা মরে গেছে। জান আমার আরও আছে পাতাবাহার ও জাম্বুরা গাছ। আমার কাছে একটা খুশির খবর আছে আমার দোলনচাঁপা গাছে দুটো কলি হয়েছে। যেদিন আমি এ কথা শুনেছি তখন যে আমার কি খুশি হয়েছে। আমার বাগান পরিষ্কার রাখার জন্য আমার মা ও নানু আমাকে সাহায্য করেন। আমি গাছে প্রতিদিন পানি দেই। কিন্তু যে গাছগুলো ছাদে আছে সেগুলোতে পানি দিতে পারি না। কারণ আমাদের বাসাটা সাত তলা। নানুর কাছে জানলাম যে, দারোয়ান মামা মাঝে মাঝে পানি দেয়। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি এসব বাগান করতে শিখেছি আমার বই ও সিসিমপুর থেকে। সিসিমপুরে আমার অনেক অনেক বন্ধু আছে যেমন : ইকরি, টুকটুকি, হালুম ও সিকু। তো ঠিক আছে টা টা। 

     তৃতীয় শ্রেণী,  বয়স- ৯, শহীদ আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ

সর্বশেষ খবর