Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩০
আমার জন্মভূমি
আদ্যনাথ ঘোষ

সবুজ শ্যামল প্রান্তর জুড়ে আমার জন্মভূমি,

সুন্দরের মাঝে অপরূপ সে যে শত শতবার চুমি।

রঙে আর রঙে রাঙানো মধুর স্বপ্নরঙিন বেশ,

ভুঁই চাপাতে ভরা সে যে দূর্বাদলের দেশ।

আউশ, আমন ধানের খেতে কত যে হাসি খেলে,

মধুর বাতাস ঢেউ খেলে যায় প্রাণ যে আমার দোলে।

আমার দেশটি অনেক দামি সোনা ফলা মাটি,

পরম শোভা আছে দেশে সবাই সুখে থাকি।

এই পাতার আরো খবর
up-arrow