Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৪
শরৎ রাণীর দেশ
মীর রবি

তুলো সব ঝুলে থাকে

মেঘেদের পাহাড়ে

নদী জলে জাগে বন

কাশফুলের বাহারে ।

 

তুলো তুলো সাজে সব

দুলে ওঠে কাশবন

শাপলা শালুক পদ্ম দেখে

নেচে ওঠে মন ।

 

শরৎ এলে এমন বাহার

দেখতে পাবে বেশ্

এযে আমার সোনার বাংলা

শরৎ রাণীর দেশ।

এই পাতার আরো খবর
up-arrow