শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হাটে যাব

জাহিদ জাবের

হাটে যাব হাটে যাব

হৈ হৈ হুররে

মনে বাজে সুখ সুখ

‘আযহার’ সুর রে

হাট নাকি বাড়ি থেকে

অন্নেক দূর রে..

আমি যাব মেঘ-কোলে

উড়ে উড়ে উড়রে.!

দরদাম করে করে

কিনে এক হাম্বা

হেঁটে হেঁটে বাড়ি নিয়ে আসব

গরু বেঁধে রাখবার

যেই দিবে খাম্বা-

তাকে আমি খুব ভালোবাসবো।

হাটে যাব হাটে যাব

এক্ষুনি যাম্মু..

হাট বেলা চলে যায়

টাকা দাও আম্মু!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর