শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শরৎ-কারুকাজ

সাঈদ সাহেদুল ইসলাম

সদ্য ফোটা শাপলাগুলো

হাসে ঝিলের জলে,

দুচোখ ভরে এ রূপ দেখি

শরৎ এলো বলে।

 

নীল আকাশে শুভ্র মেঘে

এমন কেন খেলা?

‘চলছে শরৎ’-বলছে সেটা

কোমল রোদের বেলা।

 

ভ্রমর গানে—ছুটছে কেন

শিউলি ফোটা বনে?

বলল সেও-‘আলাপ ছিল

শরৎ ফুলের সনে।’

 

কাশফুলেরাও সাদা রঙে

দুলছে কেন আজ?

সবুজ ফসল বলছে-‘এটা

শরৎ- কারুকাজ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর