শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্বাধীনতা

মিনহাজ ফয়সল

খুকী সোনা সকাল থেকে

কাঁদছে দেখেন মামা,

আদর করে বললো-সোনা

লাগবে নতুন জামা?

 

গাল ফুলিয়ে কয়-মামারে

ভাল্লাগে না কিছু

স্বাধীনতা নাই তো আমার

শর্ত থাকে পিছু।

 

ইচ্ছে যখন করবো খেলা

স্যার তখনই আসে

পড়া শেষে, হোমওয়ার্ক নিয়ে

আম্মু থাকেন পাশে।

 

টম এন্ড জেরী দেখতে গেলে

খাবার সময় হয়

জলদি এসো খুকীমনি

আব্বু তখন কয়।

 

হয় ঘুমাতে সবার আগে

রয় বড়োরা জেগে,

একটু সময় করলে দেরি

আম্মু উঠেন রেগে।

 

ঘুমে যখন পরীর বেশে

রঙিন ডানায় উড়ি

তখন যেন নীল আকাশে

উড়াই সুখের ঘুড়ি।

 

বইয়ের বোঝে কাঁধে নিয়ে

স্কুলে যেতে হয়

আম্মু বলেন বেশি পড়ে

করতে সবই জয়।

 

যন্ত্র আমি কোন কাজেই

স্বাধীনতা নাই

লক্ষ্মী মামা মুক্ত হওয়ার

উপায় আমার চাই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর